বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তের কিশোর গ্যাংয়ের অন্যতম লিডার, মাদকসেবী ও সরবরাহ চক্রের অন্যতম কায়কোবাদ ভুইয়া (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল২ অক্টোবর ২০২০ ইং । শুক্রবার রাত প্রায় সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে আখাউড়া থানা পুলিশ। উপজেলার সীমান্ত ঘেঁষা ছোট কুড়িপাইকা গ্রামের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।
কায়কোবাদ উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে এবং উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা।
এ সময় আখাউড়া থানা পুলিশ তার ঘর তল্লাশি করে ২৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
খোজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত কায়কোবাদ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সীমান্ত এলাকায় ছোট ছোট কিশোর অপরাধী চক্রের প্রধান , এছাড়াও মাদকসেবন, মাদক বিক্রির অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
আখাউড়া থানার এএসআই মো: খোরশেদ আলম বলেন, গ্রেফতারকৃত কায়কোবাদের বিরুদ্ধে অপরাধের একাধিক মামলা রয়েছে।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বিষয়টি নিশ্চিত করে বলেন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা মাদক চোরাকারবারি কায়কোবাদ ভূঁইয়াকে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে,।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই ব্যাপারে আখাউড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে ।