শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় , চোলাই মদ সহ আটক ৩ জনকে আটক করেছে র্যাব – ১৪,সিপিসি – ৩ ভৈরব ক্য¤প ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরী করে কশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় চোলাই মদস্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে ।
উক্ত তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ।
০৩ অক্টোবর ২০২০ ইং তারিখ ২০.৩০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১। প্রদীপ বাশফোর (২৩), পিতা-মৃত সুরেশ বাশফোর, সাং-কটিয়াদী পূর্বপাড়া, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ জসিম (৩৮), পিতা-মৃত ফালু মিয়া (৩৮), সাং-পুড়াকান্দা, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ৩। রানাই কুমার দাস (৩০) পিতা- মৃত রানাই কুমারসাং-গৌহ লক্ষীর, থানা ও জেলা- ফরিদপুর, এ/পি-কটিয়াদী বাসষ্ট্যান্ডের পিছনে কাজলের বাসার ভাড়াটিয়া, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ’দেরকে আটক করা হয়
গ্রেফতারকৃত আসামীদের দখল হইতে ৮৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য-৩৪,৪০০/ টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে ।