বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

নাসিরনগরে হাতুড়ে ডাক্তারের কবলে পড়ে নাসরিনের মৃত্যু, চিকিৎসক সহ গ্রেপ্তার ৩।


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার অাধুনিক হাসপাতালের উত্তর প্বার্শে অাফনান মেঘনা মেডিকেল সেন্টারে ভূল চিকিৎসায় নাসরিন অাক্তার(১৩) ষষ্ট শ্রেনীর ছাত্রীর করুন মৃত্যু হয়েছে,

নিহত নাসরিন উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর অালগবাড়ির অানোয়ার হোসেনের পাঁচ সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান।

মৃতের মা রাশেদ বেগম জানায় – অামার মেয়ে স্কুলে পড়াকালীন সময়ে পায়ে অাঘাত প্রাপ্ত হলে তাকে সু চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই।দীর্ঘ ১৬ মাস চিকিৎসা শেষে সে সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ি ফিরে অাসে।সে নাসিরনগর অাশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্রী ছিলো।

৩ অক্টোবর শনিবার ২০২০ ইং স্কুল থেকে প্রশ্নপত্র নিয়ে করোনাকালীন কারনে ঘরে বসে পরীক্ষা দেওয়ার নিমিত্তে বাড়ি ফেরার পথে অাফনান মেঘনা মেডিকেল সেন্টারের ডিপ্লোমা ইন মেডিসিন এন্ড সার্জারির মোঃ নজরুল হোসেনের সাথে পায়ের চিকিৎসা ও পায়ে স্থাপিত রড খুলে নেওয়া প্রসঙ্গে বুঝতে যায়।বিস্তারিত শোনে মোঃ নজরুল জানায় এটা কোন ব্যাপার না মাত্র ২০,০০,০/-(বিশ হাজার টাকা) দিলে তিনি চিকিৎসা করে দেবেন। সেই হিসেবে তাকে ৮০০০/- টাকা নগদ পরিশোধ করা হয়।চিকিৎসার জন্য নাসরিন কে মেডিকেল বেঞ্চে শোয়ানোর কিছুক্ষণের ভেতর ভূল বশতঃ পায়ের রগ কেটে ফেলে মোঃ নজরুল হোসেন।

ভূল চিকিৎসার কারনে রক্ত ক্ষরন বন্ধ করতে না পারায় সন্ধ্যা ৭ ঘটিকার দিকে মর্মান্তিক মৃত্যুর কবলে ঢলে পড়ে নাসরিন। নাসরিনের শোকাহত মা রাশেদা বেগম অারো জানায় ডাঃ ইসরার কামাল তার মেয়ের চিকিৎসা বাবদ ৩০০০০/-(ত্রিশ হাজার টাকা) লাগবে বলেছিলো। কিন্তু টাকার লোভে নজরুল বলেছিলো এত টাকা লাগবেনা। তার চেয়ে অল্প টাকায় অামি কাজ করে দেবো।মেয়ের মৃত্যুর জন্য নজরুল হোসেন কে দায়ী করে বিচার চেয়েছেন শোকাহত মা রাশেদা।

এদিকে খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে জনতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।জনতা খুব দ্রুত প্রতিষ্ঠানটি ঘেরাও করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে নাসিরনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করতে সক্ষম হয়।পরে মোঃ নজরুল হোসেন ও নার্স সহ দুই সহযোগী কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়