বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী এক নারী পুত্র সন্তান প্রসব করেছে।
বৃহস্পতিবার ১ লা অক্টোবর ২০২০ ইং রাত প্রায় সাড়ে ৮টার দিকে লিমা (২৬) নামের এই নারী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের বারান্দায় একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন।
পাগলিটা সদর হসপিটালে কিভাবে এল তার খবর জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, লিমা মানসিক ভারসাম্যহীন, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্মে ভিক্ষা করেন। জন্মগতভাবে তার একটি হাত নেই। সে আখাউড়া রেলওয়ে থানার পাশে একটি বস্তিতে বসবাস করেন৷ তার স্বামী জাহিদ ভবঘুরে। সে স্থানীয় কেল্লা শহীদ মাজারে (খরমপুরে) থাকেন। স্ত্রীর খবর নেন না।
সদর হাসপাতালের সরকারী জেনারেল গাইনী বিভাগের সিনিয়র নার্স ববিতা রানী জানান, বৃহস্পতিবার বিকেলে লিমা প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। রাতে মানসিক ভারসাম্যহীন এই নারী গাইনী বিভাগ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধরার জন্য আমরা তার পিছু পিছু দৌড়াতে থাকি। গাইনি বিভাগের বারান্দায় যাওয়ার পর সেই নারী মাটিতে পড়ে যায়, কিছুক্ষণ পর ঐখানেই একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সাধারণ ভাবেই সন্তান প্রসব করেছে (নরমাল ডেলিভারি)। গাইনী কনসালটেন্ট ও শিশু কনসালট্যান্টের পরামর্শের মাধ্যমে প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা চলছে। বর্তমানে প্রসূতি ও নবজাতক দুজন সুস্থ আছে। প্রসূতি মানুষিক ভারসাম্যহীন হওয়ায় কর্তব্যরত সেবিকাদের জ্বালাতন করছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা পাওয়ার অধিকার আছে সদ্য সন্তান প্রসবকারী প্রতিবন্ধী মানুষিক ভারসাম্যহীন নারীর প্রকৃত ঠিকানা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ঠিকানা সনাক্ত না করা গেলে সে সুস্থ হওয়ার পর, জেলা সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়ণের সহায়তা চাওয়া হবে।