শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার৷ বিজয়নগর উপজেলায়, নাগরিক অধিকার করতে সুরক্ষণ
৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন
এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে অালোচনা সভার আয়োজন করা হয়।
অাজ ৬ অক্টোবর ২০২০ ইং সকাল ১১.০০ টায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে অায়োজিত অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর জনাব কে. এম. ইয়াসির আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, রাষ্ট্রের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জন্ম নিবন্ধন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যাতে সহজে ও সময়মত জন্ম ও মৃত্যুর নিবন্ধন করতে পারে সেজন্য স্হানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের প্রতি তিনি নির্দেশনা প্রদান করেন।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ অাল মামুনের এর সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে, উপজেলা কৃষি অফিসার জনাব খিজির হোসেন প্রামাণিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানগণ,ইউপি সদস,ইউপি সচিবগণ, শিক্ষকগন,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।