শনিবার, ২৭ মে ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ৪ মাদক ব্যাবসায়ীকে প্রাইভেটকার সহ আটক করেছে আটক করেছে র্যাব- ১৪, সিপিসি- ৩, ভৈরব ক্যাম্প ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারে বহন করে ঢাকায় দিকে যাচ্ছে । র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় । এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন ।
বৃহস্পতিবার ০৮/১০/২০২০ ইং তারিখ আনুমানিক ১৮.৩০ ঘটিকা হইতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুলপ্লাজার ২০০ গজ পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন।
তল্লাশী কালে পূর্বে সংবাদ প্রাপ্ত প্রাইভেটকারটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি তল্লাশী চৌকির নিকট থামালে ১। মোঃ মাসুদ মিয়া (২৮), পিতা- আঃ কাদির, সাং-মেছেরা, থানা- তারাকান্দা, ২। মোঃ সোহাগ মিয়া (৩১), পিতা-চান মিয়া, সাং- মগদ্যা দাপোমিয়া কান্দাপাড়া , ৩। মোঃ আরিফ হোসেন (৩২), পিতা- মোঃ আজিজুল করিম @ আসলাম উদ্দিন, সাং- চর ভবানীপুর কোনাপাড়া, উভয় থানা- কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ রফিকুল ইসলাম (২১), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-ধলা যাত্রাবাড়ী, থানা- পূর্বধলা, জেলা-নেত্রকোনা’সহ প্রাইভেটকারটি আটক করা হয়।
আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে ১০.৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি প্রাইভেটকার, মাদক বিক্রর নগদ ৩,৫০০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ১৩,১৫,৫০০/- টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।