শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক নির্মূল অভিযানে মাদক সহ ৪ জনকে আটক করেছে র্যাব -১৪ , সিপিসি – ৩ . ভৈরব ক্যাম্প ।
ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা ল হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করে থাকে।
আজ শুক্রবার ৯ অক্টোবর ২০২০ ইং তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কালিসিমা গ্রামের সিদ্দিক মিয়ার বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে । ১। সিদ্দিক মিয়া (৪০), পিতা- সায়েদ মিয়া, ২। বাবুল মিয়া (২০), পিতা-ওনু মিয়া, ৩। মোঃ ইব্রাহিম মিয়া (১৯), পিতা-সিদ্দিক মিয়া, সর্ব সাং-কালিসীমা, থানা-বিজয়নগর, ৪। মোঃ আশিকুল ইসলাম (২৮), পিতা-নূরুল ইসলাম, সাং-সিমরাইল কান্দি, থানা- সদর, সর্ব জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে (ক) ৩২ বোতল ফেন্সিডিল, (খ) ১০ বোতল স্কাফ, (গ) ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, (ঘ) মাদক বিক্রয়ের নগদ ৫০,০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১,৪৪,০০০/- টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।