বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন
কিশেরগঞ্জের ভৈরব এলাকা থেকে মাদক সহ ১ জনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি- ৩ ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোয়েন্দা নজরদারী চালিয়ে । মোঃ রিজন মিয়া (২১),কে আটক করে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ।
সে হবিগন্জ জেলার মাধবপুর উপজেলার, মাদারপারা গ্রামের, জয়নাল আবেদীনের ছেলে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ।
শুক্রবার ৯ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনমানিক ২০.৩০ মিনিটের সময় জলার ভৈরব থানাধীন দূর্জয় মোড়ে ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন । এবং পূর্বে সংবাদ প্রাপ্ত প্রাইভেটকার তল্লাশী চৌকির নিকট আসলে থামিয়ে প্রাইভেটকার সহ আটক করা হয়। আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে ৪৮৮ বোতল ফেন্সিডিল, ১ প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ২১,৭৬,০০০ ।= টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।