শুক্রবার, ২৬ মে ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের এক তরুণীকে অপহরণ, ধর্ষণ এবং তার বাবাকে মারপিটের ঘটনায় প্রধান আসামী শামীম আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৯ অক্টোবর ২০২০ ইং বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকা থেকে তাকে সরাইল থানা পুলিশের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের মামলার প্রধান আসামি শামীম আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রহিজ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্তের পর জগন্নাথপুর থানার পুলিশ ও সুনামগঞ্জ জেলা ডিবির একটি দল ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। এসময় তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহযোগিতা চাইলে সরাইল থানা পুলিশের সহযোগিতায় শামীম আহমেদকে বেড়তলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সোমবার ৫ অক্টোবর ২০২০ ইং মধ্যরাতে গুতগাঁও গ্রামের শামীম আহমদ সহ কয়েকজন বখাটে আলীগঞ্জ বাজারের কলোনিতে বৃদ্ধের যুবতী মেয়েকে জোরপূর্বক অপহরণ করা কালে তাহার বৃদ্ধ বাবা বাধা দিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে মেয়েকে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও ঘটনার সঙ্গে জরিত ৫ জনকে গ্রেফতার করে । পর দিন ৬ অক্টোবর মঙ্গলবার সকালে ওই তরুণীকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে শামীম আহমেদকে মামলার প্রধান আসামি করে – অপহরণ, ধর্ষণ , ও মারপিটের- মামলা দায়ের করেন ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রহিজ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।