শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন
“” আত্ম কর্মীর কারিগর যুব উন্নয়ন অধিদপ্তর “” এই স্লোগানকে সামনে রেখে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতের আওয়াতায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সে করতে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শাক সবজি চাষ ও মৎস চাষ বিষয়ক ৭ দিনের এই প্রশিক্ষণে ৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ ১২ ই অক্টোবর ২০২০ ইং দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কে এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সভাপতির বক্তব্যে তিনি ইউ (এন ও) বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদি না থাকে, যুবকদেরকে খেটে হওয়ার মানষে এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব নাসিমা লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না জনাব সাবিত্রী রানী সাথী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মাসুম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান,চান্দুরা ইউনিয়ন পরিষদের দু’ই বারের সফল চেয়ারম্যান শামীউল হক চৌধুরী( শামীম), দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খান, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।