শনিবার, ২৭ মে ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

আশুগঞ্জে ২ টি গরু উদ্ধার ও গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ।


ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ২ টি গরু উদ্ধার ও গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব -১৪ , সিপিসি – ৩ ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা ।
তাহারা হলেন ১। মোঃ নোয়াব মিয়া (৬২), পিতা-মৃত সিরাজ মিয়া, ২। মোঃ ইকবাল হোসেন (৪৪), পিতা-মৃত আব্দু মিয়া, ৩। মোঃ মানসুর আলম (৩০), পিতা-মৃত নুরুল ইসলাম, সর্ব সাং-খোলাপাড়া, থানা-আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ।
দেশে মোট জনসংখ্যার প্রায় ৫০% প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রাণিসম্পদ খাতের উপর নিরর্ভশীল। গবাদী পশু পালন দেশের কৃষকদের জীবিকার অন্যতম একটি মাধ্যম এবং অনেকের জন্য পরিবারের ভরন-পোষণের একমাত্র ভরসা । কিন্তু গবাদি পশু চুরি হওয়ার ফলে যাদের জীবিকার একমাত্র মাধ্যম গবাদি পশু পালন তারা সর্বশান্ত হয়ে পরে। এ ধরনের গর্হিত অপরাধের সাথে যুক্তদের আইনের আওতায় আনা ও তাদের মূল উৎঘাটনের লক্ষ্যে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে । সোমবার ১২ অক্টোবর ২০২০ ইং তারিখ ০৪.৩০ ঘটিকার সময় চুরি যাওয়া ০২ টি গরু সহ তাদেরকে আটক করা হয় ।
আটককৃত নোয়াব মিয়া, ইকবাল, মানসুর এবং চোর চক্রের অন্যান্য সদস্যের যোগসাজোসে শাহ আলমের গরু চুরি করে নোয়াব মিয়ার বাড়ীতে লুকিয়ে রাখা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প আসামীদের গ্রেফতার করে এবং এদেও হেফাজত হতে গরু ২ টি উদ্ধার করে।
আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে নোয়াব মিয়া একজন মুরগী ব্যবসায়ী এবং গরুর দালাল। তিনি গরু কেনা বেচা করে থাকে। সে এবং তার চক্রের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে থাকে। চুরি করে আনা গরু নোয়াব মিয়ার বাড়ীতে রাখা হয়। পরে নির্জন এলাকায় সুযোগ বুঝে জবাই করে ইকবাল মিয়ার গোস্তের দোকানে এবং বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে বিক্রয় করা হয়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, আটককৃত অটোরিক্সা চালক মোঃ মানসুর আলম চুরি করা গরুর জবাইকৃত মাংস বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে বহন করে নিয়ে যায় এবং বিভিন্ন সময় তার অটোরিক্সা করে চুরি করতে বিভিন্ন এলাকায় যায়।

উল্লেখ্য : গত ০৯/১০/২০২০ ইং তারিখে রাতের বেলা মোঃ শাহ আলম (৫০), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-মনিপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর গোয়াল ঘর থেকে ০২ টি গরু চুরি হয়। মোঃ শাহ আলম তার চুরি যাওয়া গরু খুজতে থাকে।
উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়