রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার এক পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের আপন ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
শুক্রবার ১৬ অক্টোবর ২০২০ ইং দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল।
সাতক্ষীরা সিআইডি পুলিশের, বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান জানান, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাবে না। আদালতে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
উল্লেখ্য : বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যা করা হয়। তবে, ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৪ মাস বয়সী শিশু কন্যা মারিয়া।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাতেই শাহিনুলের শাশুড়ি ” ময়না খাতুন ” বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা (নং ১৪) দায়ের করেন। মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্বভার দেয়া হয় ।