রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন
খুলনা জেলার কসবা উপজেলার ধলাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে ২ মাস যাবত পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব।
সে উপজেলার উত্তর বেতকাশি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক, ভুক্তভোগী পঞ্চম শ্রেণীর ছাত্রীকে তিনি অল্প খরচে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে দুই মাস যাবত ছাত্রীকে ধর্ষণ করে ও মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে অভিযোক্ত শিক্ষক আসাদুজ্জামানকে (৩৫)।
ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২০ ইং রাত সাড়ে ৮টায় গাজীপুরের দক্ষিণ সালনা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার ১৬ অক্টোবর ২০২০ ইং সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।