বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাজার মনিটরিং এবং মোবাইল কোর্টে পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মো মাহবুবুর রহমান।
অদ্য বরবিবার ১৮ অক্টোবর৷ ২০২০ ইং সকাল ১১.৩০ টা হতে অপরাধ প্রতিরোধ ও অাইনশৃঙ্খলা রক্ষার্থে বিজয়নগর উপজেলায় বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভংগ করায় দুই জনকে ২০০০/- টাকা এবং
অপর এক জনকে মেয়াদোত্তীর্ণ পণ্য, মূল্য তালিকা না থাকায় একই আইনে ১০০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
মেয়াদোত্তীর্ণ পণ্য তাৎক্ষনিক জব্দ করে বিনষ্ট করে করা হয়।
মৎস্য বাজারে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উপস্থিত হলে, অবৈধ মাছ বিক্রেতারা পালিয়ে যান।
এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ ভংগ করায় অপর একজনকে ২০০০/- টাকা জরিমানা করা হয়।
মোট ৪ জনকে ১৪০০০/= টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এ অভিযানে বিজয়নগর থানা পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত উপস্থিত থেকে সহায়তা করেন ।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মো মাহবুবুর রহমান জনগণের উদ্দেশ্যে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় তিনি হতদরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
মাস্ক পরিধান করার সুফল ও No mask no service সম্পর্কে জনগণকে সচেতন করেন।