বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ৬নং ওয়ার্ড এ সাধারণ সদস্য পদে উপনির্বাচন।
স্হানীয় জনসাধারণ মতামত – সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।
অাজ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২০,ইং সকাল ০৯.০০ টা হতে বিকেল ০৫.০০ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে মোঃ অাক্তার মিয়া টিউবওয়েল প্রতীকে ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হোসেন ভুইয়া ফুটবল প্রতীকে ৫৪০ ভোট পেয়েছেন।
ভোটার উপস্থিতি হার ৬০%।
উপজেলা নির্বাহি অফিসার, জনাব কে. এম. ইয়াসির আরাফাত উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহযোগিতা করায় নির্বাচন সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, বিজয়নগর থানা পুলিশ, বিজিবি, অানসার বাহিনী, প্রতিদ্বন্ধীতাকারী প্রার্থী, স্হানীয় ইউপি চেয়ারম্যান,ও পত্তন ইউনিয়নের জনসাধারণকে ধন্যবাদ জানান।