বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে উপজেলার লামাবায়েক এলাকা হতে অভিনব কায়দায় গরু চুরি কালে ২ গরু সহ আটক ২ জনকে আজটক করেছে র্যাব -১৪ , সিপিসি ৩ , সদস্যরা ।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি গরু চোর চক্রের ২ সদস্যকে চোরাই গরু সহ আটক করতে সক্ষম হয়েছে ।
১। মোঃ শফিকুল (৩২), পিতা- সিরাজ মিয়া, সাং-বেহাইর, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ২। মেহেদী হাসান মুন্না (২৩), পিতা-মৃত ফজলুল হক, সাং-আকুয়া চুকাইতলা, থানা-কোতয়ালী, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ।
বৃহস্পতিবার ২২/১০/২০২০ ইং তারিখ ০৮.৩০ ঘটিকার সময় চুরি যাওয়া ০২ টি গরু সহ আটক করা হয়। আটককৃত মোঃ শফিকুল, মেহেদী হাসান মুন্না এবং চোর চক্রের অন্যান্য সদস্যের যোগসাজোসে বিভিন্ন এলাকা হতে গরু চুরি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প আসামীদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন লামাবায়েক দক্ষিনপাড়া সাকিনস্থ মহাসড়কের দক্ষিন পার্শ্বে বালুর মাঠ হতে গ্রেফতার করে এবং গরু ০২ টি উদ্ধার করে।
আটককৃত আসামীদ্বয় জানাায়, পলাতক আসামীর সহায়তায় নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা হতে অজ্ঞাত ব্যক্তির গরু ০২ টি চুরি করেছে। উক্ত গরু ০২ টি প্রাইভেটকারের ভিতরে অভিনব কায়দায় নিয়ে আসে। চুরি করা গরু সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গরু চোর চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায়, গরু চুরি করে থাকে তারা সুযোগ বুঝে এলাকা পরিবর্তন করে । আর সেই গরু বহন করার জন্য চোর চক্র কালো গøাসের প্রাইভেটকার ব্যবহার করে। প্রাইভেটকারের মধ্যে গরুর চার পা বেধে ড্রাইভারের সিটের পিছনের সিটে বহন করে।
উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্র্াহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।