বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব- দুর্গোৎসবের দায়িত্ব পালন করছেন ৫৪ জন আনসার সদস্য।
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২০ ইং হতে উৎসবের শুরু হয়েছে ।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মনিরুজ্জামান খান বলেন – উৎসব দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উৎযাপনের লক্ষ্যে নিরাপত্তার জন্য আনসার সদস্যরা টহলে মাঠে নেমেছেন। এবছর উপজেলার ১০ টি ইউনিয়নে ৫২ টি পুজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উৎযাপন হতে যাচ্ছে। পুরো উপজেলায় আনসার সদস্যের ৫ টি টহল টিম মাঠে কাজ করছেন। প্রত্যেক টহল টিমে ৪ জন সশস্ত্র সদস্য সহ মোট ৬ জন টহল টিমে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জরুরী প্রয়োজনে ৬ সদস্য বিশিষ্ট একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে।
উপজেলার চরইসলামপুর ইউনিয়নের দত্ত্বথলা ও পাহাড়পুর ইউনিয়নের চিন্তারামের বাড়ি এ দুইটি মন্ডপে জন্য ৪ সদস্যের ২ টি টিম স্থায়ীভাবে দায়িত্ব পালন করবে।
উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত শারদীয় দুর্গোৎসবে দায়িত্ব পালনের পূর্বে উক্ত আনসার সদস্যদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় ইউএনও বলেন,পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার সর্তকতার সাথে দায়িত্বপালন করবেন। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাহবুবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শাহিনুর জাহান,উপজেলা আনসার ভিডিপি কর্মকতা মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা আনসার প্রশিক্ষক মোঃ হাসিবুর রহমান ও উপজেলা আনসার প্রশিক্ষিকা রেহেনা সিকদার আনসার সদস্যগণ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।