বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মৎস্য আধিদপ্তরের উদ্দোগে আয় বর্ধক সহায়তা হিসেবে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে ।
আজ বৃহষ্পতিবার ২২ অক্টোবর ২০২০ ইং বেলা ১টায় প্রাধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব র .আ. ম. উবায়দুল মুক্তাদির চৌধুরী (এম পি) এ বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করেন ।
জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বলেন , দেশে মহামারী করোনা পরিস্থিতির কারনে বহু মৎস্যজীবী জেলে পরিবার কর্মহীন হয়ে অভাব গ্রস্থ ও আর্থিক দৈন্যতায় ভুগছে । বর্তমান সরকার মৎস্যজীবিদের উন্নয়নের লক্ষে বিজয়নগর উপজেলায় ৮০ টি মৎস্যজীবী পরিবারের মাঝে ( সিঙ্গার ব্রান্ডের) সেলাই মেশিন বিতরণ করেন । উপজেলায় ১০ টি ই্উনিয়নে মৎস্যজীবী কার্ডধারী সংখ্যা ৩৬৮৩ জন , পর্যায়ক্রমে সকল কার্ডধারী মৎস্যজীবী পরিবারকে উন্নয়নের আওতায় আনা হবে।
এবং উপজেলার চান্দুরা ইউপির জালালপুর গ্রামের জালালপুর সিআইজি (মৎস্যচাষী) সমবায় সমিতি লি: কে , ৭,২০,০০০(সাত লক্ষ বিষ হাজার টাকা) মূলের যাহা ( প্রস্তাব থেকে প্রাপ্ত অনুদানের পরিমান ৩৮৭৫০০ টাকা ) ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম ফেজ (এনএটিপি)-২ প্রজেক্ট এর বাস্তবায়নে , মাছের পোনা ও খাদ্য পরিবহনের জন্য একটি পিকআপ ভ্যান বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার – জনাব কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা পরিষদের চেয়ারম্যান -নাছিমা লুৎফর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, উপজেলা ভাইস-চেয়ারম্যান বৃন্দ,, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবু ছালেহ (অ:দা: )ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ,অফিসার বৃন্দ,সাংবাদিক বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীবৃন্দ প্রমূখ।