বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে গোলচত্বর এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ , ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক আশুগঞ্জ থানাধীন ঢাকা – সিলেট মহাসড়কের গোলচত্বর যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ পিন্টু মিয়া (১৯), পিতা-মোঃ মতি মিয়া, গ্রাম-মন কাসাইর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ হোসনে মোবারক সবুজ (২৭), পিতা-মোঃ ফারুক আহম্মেদ, গ্রাম-কামাল্লা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা । এ ২ জনকে আটক করে ।
তাদেও সঙ্গে থাকা ২ টি শপিং ব্যাগ তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল, ও মাদক বিক্রির নগদ ২৫০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৬২,৫০০/- টাকা।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।