শুক্রবার, ২৬ মে ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা হতে মাদক সহ সাইফুল ইসলাম খান ঠাকুর@ মিলন (৬৫), কে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ , ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
সে নেত্রকোনা জেলার , কেন্দুয়া উপজেলার ,মজলিশপুর গ্রামের,মৃত আব্দুল হেলিম খান ঠাকুরের ছলে ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক বিরোধী অভিযানে এলিট ফোর্স র্যাব গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ০৯.৩০ ঘটিকার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ২০০ গজ পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে পূর্বে সংবাদ প্রাপ্ত ট্রাকটি তল্লাশী চৌকির নিকট আসলে সংকেত দিয়ে ট্রাকটি থামিয়ে, আটককৃত ট্রাকটি তল্লাশী করে ১৯ কেজি গাঁজা, সহ বহনের দ্বায়ে ট্রাকটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২৫,৭০,০০০/- টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।