বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

চট্রগ্রামের, রাউজান ও রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও মদ সহ আটক ০২,


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম কর্তৃক, হাটহাজারী সার্কেল (ক-সার্কেল),পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত ০১.০০ ঘটিকায় ১১ নং কদমতলী ইউনিয়ন পরিষদের অন্তর্গত মেঘনা আবাসিক বোর্ডিং এর অফিস কক্ষ ঘেরাও পূর্বক তল্লাশী করে ১১০ পিস ইয়াবা সহ আসামী মোঃ আজহারুল ইসলাম (৪৩), পিতা- মৃত আহম্মদ আলী, মাতাঃ মাকসুদা বেগম, সাং- লিচু বাগান, শাহী তাহেরিয়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে, মেঘনা আবাসিক বোর্ডিং, ০২ নং ওয়ার্ড, ১১ নং কদমতলী ইউনিয়ন পরিষদ, থানাঃ রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম; কে গ্রেফতার করা হয় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী
রাঙ্গুনিয়া থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

এবং
উক্ত তারিখে সকাল-০৯.০০ ঘটিকায় রাউজান থানাধীন পাহাড়তলী তাপ বিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পার্শ্বে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পূর্ব পার্শ্বে রাস্তার উপর চট্টমেট্রো-জ-১১-০৯৫২ নং মায়ের দোয়া নামীয় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে – রনি তঞ্চঙ্গ্যা (৪৩), পিতাঃ মৃত বীরেন্দ্র তঞ্চঙ্গ্যা, মাতাঃ মৃত ধপরী তঞ্চঙ্গ্যা, সাং- অগৈয়াছড়ি, ০৮ নং ওয়ার্ড, ০২ নং মগবান ইউনিয়ন পরিষদ, থানাঃ কোতোয়ালী, জেলা- রাঙ্গামাটি , এর নিকট থেকে ২০ (বিশ) লিটার মদ উদ্ধার করে সহ গ্রেফতার করে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ,কোতোয়ালী থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়