বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম কর্তৃক, হাটহাজারী সার্কেল (ক-সার্কেল),পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত ০১.০০ ঘটিকায় ১১ নং কদমতলী ইউনিয়ন পরিষদের অন্তর্গত মেঘনা আবাসিক বোর্ডিং এর অফিস কক্ষ ঘেরাও পূর্বক তল্লাশী করে ১১০ পিস ইয়াবা সহ আসামী মোঃ আজহারুল ইসলাম (৪৩), পিতা- মৃত আহম্মদ আলী, মাতাঃ মাকসুদা বেগম, সাং- লিচু বাগান, শাহী তাহেরিয়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে, মেঘনা আবাসিক বোর্ডিং, ০২ নং ওয়ার্ড, ১১ নং কদমতলী ইউনিয়ন পরিষদ, থানাঃ রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম; কে গ্রেফতার করা হয় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী
রাঙ্গুনিয়া থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে ।
এবং
উক্ত তারিখে সকাল-০৯.০০ ঘটিকায় রাউজান থানাধীন পাহাড়তলী তাপ বিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পার্শ্বে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পূর্ব পার্শ্বে রাস্তার উপর চট্টমেট্রো-জ-১১-০৯৫২ নং মায়ের দোয়া নামীয় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে – রনি তঞ্চঙ্গ্যা (৪৩), পিতাঃ মৃত বীরেন্দ্র তঞ্চঙ্গ্যা, মাতাঃ মৃত ধপরী তঞ্চঙ্গ্যা, সাং- অগৈয়াছড়ি, ০৮ নং ওয়ার্ড, ০২ নং মগবান ইউনিয়ন পরিষদ, থানাঃ কোতোয়ালী, জেলা- রাঙ্গামাটি , এর নিকট থেকে ২০ (বিশ) লিটার মদ উদ্ধার করে সহ গ্রেফতার করে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ,কোতোয়ালী থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে ।