বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
অভৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ ও বসবাস করার দায়ে ২ বিদেশী নাগরিককে আটক করেছে র্যাব ১৪, সিপিসি ৩ ভৈবর ক্যাম্পের সদস্যরা ।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বৃহপতিবার ২২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ অনুমান ১০.৩০ ঘটিকায় ভৈরব কমলপুর বাস স্ট্যান্ড এলাকায় ০২ জন বিদেশী নাগরিককে অবস্থান করতে দেখে ভৈরব ক্যাম্পের টহল টিম। তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
সংবাদ পেয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় অভিযান পরিচালনা করে ২ বিদেশী নাগরিক ১. উরৎঁং ঘুঁসধয ঝহুফবৎ (২৬), ২. ঝঁহশধহসর ড়পংঁৎংবসরষঁংর (২৮) দ্বয়কে আটক করে।
আটককৃত বিদেশী নাগরিকদ্বয়কে পরিচয় জিজ্ঞাসা করিলে ০১ জন লাইবেরিয়ান ও ০১ জন নাইজেরিয়ান নাগরিক বলে জানায় কিন্তু তারা লাইবেরিয়ান ও নাইজেরিয়ান নাগরিকের কোন পরিচয় পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারে নাই। বিদেশী নাগরিকরা তাদের নাম ও ঠিকানা ১. উরৎঁং ঘুঁসধয ঝহুফবৎ (২৬), গড়হৎড়াধ খরনবৎরধ, চবুহবংরুব ফঁ ঢ়ধৎঃ ৎড়ধফ অ/চ- গড়ংঃু চড়ষরপব ঈযবপশ ঔড়ড়ভঃ জড়ধফ, ২. ঝঁহশধহসর ড়পংঁৎংবসরষঁংর (২৮), ঠরপঃড়ৎরধ ওষধহফ, খড়মধং ঘরমবৎরধ অ/চ- জঁঢ়ধষর খধশব ঈরঃু, উযধশধ বলে জানায়।
তাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ৯ ধারার বিধান লংঘন করিয়া একই আইনের ১৪ ধারায় শাস্তি যোগ্য অপরাধ করায়,
ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।