রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব নির্বিঘ্নে পালন হচ্ছে, ১০ টি ইউনিয়নে ৫২ টি পুজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উৎযাপন হতে যাচ্ছে।
মহামারী করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাক্স পরিধান করে, স্বল্প পরিসরে , পূজা উদ্যাপন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২০ ইং হতে উৎসবের শুরু হয় ২৭ অক্টোবর সোমবার ২০২০ ইং শেষ হবে।
পূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার দায়দায়িত্ব আছে উপজেলায় সশস্ত্র আনসার সদস্যের ৫ টি টহল টিম মাঠে কাজ করছেন।
২৫ অক্টোবর ২০২০ইং বিকেল ০৫.০০ টা হতে বিজয়নগর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর জনাব কে.এম.ইয়াসির আরাফাত।
পূজামন্ডপের সভাপতি ও সাধারণ :সম্পাদক এর সাথে কথা বলে ও সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসমাগম এড়িয়ে স্বল্পসংখ্যক দর্শনার্থীদের উপস্থিতিতে এবারের পূজা উদযাপিত হচ্ছে।
তাদের এখন পর্যন্ত কোন সমস্যা নেই বলে তারা সকলে জানিয়েছেন।
যে কোন সমস্যা ও প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার জনাব কে এম ইয়াসির আরাফাত পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি সহ সকলের উদ্দেশ্যে বলেন, মহামারী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সামাজিক দুরত্ব এবং মাক্স ব্যবহারের বিকল্প নেই, তা যেন তারা সর্বদা স্মরণে রেখে এর ব্যবহার নিশ্চিত করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল দাস ও সাধারণসম্পাদক কার্তিক চৌধুরী, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান ও তার টহল টিম ।