রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয় ।
অদ্য ২৫ অক্টোবর ২০২০ ইং দুপুর ০১.৩০ টা হতে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজয়নগর উপজেলার উপজেলাপরিষদ প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ভঙ্গ করায় ০৭ জনকে ০৭টি মামলায় ২২০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন, উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. ইয়াসির আরাফাত।
এসময় তিনি হতদরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ও মাস্ক পরিধান করা ও মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করেন।
উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর জনাব কে এম ইয়াসির আরাফাত উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পরে- মৃত বীর মুক্তিযোদ্ধাগণের ওয়ারিশদের মধ্যে ভাতা বই বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর জনাব কে এম ইয়াসির আরাফাত ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাছিমা মুকাই আলী, সহ অন্যান্য।