রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
কিশোরগজ্ঞ জেলার বাজিতপুর উপজেলায় ৩টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা । ¬
তাহারা হলেন , ১। মোঃ জুম্মান মিয়া (৩২), পিতা-মৃত আঙ্গুর কমিশনার, , ২। মোঃ মোমেন মিয়া (২৫), পিতা-মোঃ তৌহিদ মিয়া, উভয় সাং-পৈলানপুর ৩। মোঃ ছোটন মিয়া (২৬), পিতা-মোঃ শাহজাহান মিয়া, সাং-পশ্চিম বাজিতপুর, সর্ব থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ ।
র্যাপিড এ্যাকসন ব্যটালিয়ান (র্যাব), অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্টালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে,মোটরসাইকেল চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলো হতে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ জেলা’সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী চালিয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ।
রবিবার ২৫ অক্টোবর ২০২০ ইং তারিখ ০৪.০০ ঘটিকায় জেলার বাজিতপুর থানাধীন পৈলানপুর গ্রামস্থ জুম্মানের অটো গ্যারেজর ভিতর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় ।
আটককৃত ব্যক্তিদের দখলে থাকা ০৩ টি চোরাইকৃত রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল ২টি পালসার, ১ টি এ্যাপাসি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৪,৫০,০০০/=টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।