বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সোহাগ হত্যা মামলার আসামী রাজুকে গ্রেফতার করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ভৈরব ক্যাম্পের গোয়েন্দা সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।এরই ধারাবাহিকতায় ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোহাগ হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ রাজু মিয়া (২৯) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ঘোড়াকান্দা এলাকায় অবস্থান করিতেছে।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ।
আসামী রাজু , জেলার ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ।
উল্লেখ্য- আসামী মোঃ রাজু মিয়া (২৯), এর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি হত্যা মামলা রুজু আছে। যাহার মামলা নং-০৮, তারিখ-০৯/০১/২০২০ ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৪ পেনাল কোড অত্র মামলার ০৫ নং আসামী ।
রবিবার ২৫ অক্টোবর ২০২০ ইং তারিখ ১৮.৩০ ঘটিকায় জেলার ভৈরব থানাধীন ঘোরাকান্দা পলাশের মোড়স্থ মো: শাহজাহানের বাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামী মোঃ রাজু মিয়া’কে তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ-২,০০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬,৮০০/- টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।