বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে ।
অাজ মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২০ ইং সকাল ১১.০০ টায় চান্দুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার জনাব কেএম ইয়াসির আরাফাত উপস্থিত থেকে কৃষক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ।
উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে চান্দুরা ইউনিয়ন ও বুধন্তী ইউনিয়নের মোট ৩০ জন কৃষক এ প্রশিক্ষেণে অংশ নিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন গুলোতেও কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এই অনুষ্ঠানে কৃষকদেরকে সেচ ব্যবস্থাপনা, সেচ যন্ত্র রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ , কৃষি ক্ষেত্রে নানা ধরনের পোকার আক্রমণ রোগবালাই ও এর প্রতিকার সম্পর্কে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ( বিএডিসির) প্রকৌশলী ( সেচ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হক শামীম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আশরাফুল আলম, উপস্থিত কৃষক বৃন্দ প্রমুখ।
পরে, উপজেলা নিবার্হী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত চান্দুরা ইউনিয়ন পরিষদ কর্তৃক উন্মুক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন।