বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন বিজয়নগর কর্তৃক অায়োজিত ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ অনুষ্ঠানের অায়োজন করা হয় ।
অাজ বুধবার ২৮ অক্টোবর ২০২০ ইং সকাল ১০.০০ টা হতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার অাল মামুনের সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার জনাব কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ৪ টি কলেজ ১। পূর্বাচল কলেজ।২। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ ৩। শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ ৪। চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজ।
ও ৬ টি হাই স্কুল – ১। মিরাসানি পলিটেকনিকেল একাডেমি ২। মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় ৩। নিদারাবাদ উচ্চ বিদ্যালয় ৪। দাউদপুর সরকারি উচ্চবিদ্যালয় ৫। চম্পকনগর মডেল হাই স্কুল ৬। পত্তন উচ্চ বিদ্যালয়। অংশ নেয়।
উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের ৪০ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাছিমা মুকাই অালী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী সাথী স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর জনাব কে.এম. ইয়াসির আরাফাত ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাছিমা মুকাই অালী।