বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায়, স্হানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ কর্তৃক অায়োজিত, উপজেলা মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালা -২০২০ আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষন কর্মশালা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগামী কিশোর কিশোরীর স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকাল সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক আলোচনা করা হয়।
অাজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২০ ইং সকাল ১০.০০ টায় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ অাল মামুনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব কে এম ইয়াসির আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, অাধুনিক বিজয়নগর গড়তে এই উপজেলার কিশোর কিশোরীরদের শারীরিক ও মানসিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। উক্ত প্রশিক্ষণ কিশোর কিশোরীর স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালিন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উক্ত প্রশিক্ষণে শিশু স্বাস্থ্যবিশারদরা রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক বৃন্দ ও প্রশিক্ষণার্থী ছাত্রী বৃন্দ।