বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন
ব্র্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরিয়তনগরে আর জে টাওয়ার এন্ড রিসোর্ট লি: থেকে বিপুল পরিমান মাদক ( বিদেশী মদ ও বিয়ার ) সহ ২২ জনকে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ , ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
তাহারা হলেন – ১। মোঃ ফেরদৌস চৌধুরী (৩৪), পিতা-হারুনুর রশিদ চৌধুরী, সাং-ট-৭৭ মধ্য বাড্ডা থানা-বাড্ডা, জেলা-ডিএমপি-ঢাকা, ২। মোঃ আলাউদ্দিন (২৪), পিতা-মোঃ আজিজুল হক, সাং-জামুকিপুর, থানা-নকলা, জেলা-শেরপুর, ৩। আকমল হোসেন (৪২), পিতা-সালাম খান, বেল্লাবাড়িয়া, থানা-কালিয়া কান্দি, জেলা-রাজবাড়ী, ৪। মনিরুজ্জামান (২৪), পিতা-আবু সিদ্দিক খান, সাং-রাজেন্দ্রপুর, থানা-নেত্রকোনা, জেলা-নেত্রকোনা, ৫। আশিক (২৫), পিতা-হাদিছুর রহমান, সাং-দুররা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, ৬। মোঃ রুবেল (২৩), পিতা-মৃত সফর আলী, সাং-বড়চা, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৭। মুন্না (২৩), পিতা-তাজুল ইসলাম, সাং-বড়ইছড়া, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৮। সাইফুল ইসলাম(২৭), পিতা-আব্দুস সালাম, সাং-কাটালিয়া ঘাট, থানা-দোহার, জেলা-ঢাকা, ৯। মোঃ হায়দার (২৮), পিতা-মুত বড়াত প্রমানিক, সাং-অলিপুর, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, ১০। মোঃ জাকির হোসেন (৩৫), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-পূর্ব মেড্ডা, ১১। শাহিনুর (৩৫), পিতা-জহিরুল হক, সাং-দক্ষিন জগৎসার, ১২। মোঃ শাহজাহান (৪৫) ফুল মিয়া সরদার, সাং-কাউতলী, ১৩। মোঃ আনোয়ার হোসেন (৪২), পিতা-হাজী রমিজ উদ্দিন, ভাদুঘর, ১৪। মনির ঠাকুর (৩৫), পিতা-মৃত হান্নান ঠাকুর, সাং-চান্দপুর, সর্বথানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ১৫। জুয়েল রানা(২৩), পিতা-আব্দুল মালেক মিয়া, সাং-বাড়–য়ামারী, থানা ও জেলা-জামালপুর, ১৬। রুবেল মিয়া (২৭), পিতা-মোরশেদ আলম, সাং-বগাদী, থানা-মনোহরদী, নরসিংদী, ১৭। জব্বার (২৩), আব্দুল অহেদ খান, সাং-মকিমাবাদ, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, ১৮। মোঃ আল আমিন (২৭), পিতা-ইলিয়াস খান, সাং-রায় তাতেরকাটি, থানা-বাউফল, পটুয়াখালী, ১৯। ইকবাল (২৫), পিতা-আব্দুল হাই, সাং-চারারবন, ২০। মান্না মিয়া (২৪) পিতা-রুহুল আমিন, সাং-কলিয়ার কান্দি,২১। মোঃ তন্ময় মোল্লা (২৪), পিতা-সোলায়মান ভুইয়া, সাং-বেথিয়ার কান্দি সর্ব থানা-কুলিয়ার চর, জেলা-কিশোরগঞ্জ, ২২। নবী হোসাইন (২৮), পিতা-নুরা মিয়া, সাং-রাজনগর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ
মাদকের ভয়াল গ্রাস থেকে দেশ ও যুব সমাজকে রক্ষায় র্যাব নিরলস কার্যক্রম পরিচালনা করছে।
ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ।
শুক্রবার ৩০ অক্টোবর ২০২০ ইং তারিখ ০৪.৩০ ঘটিকায় এ অভিযান পরিচালনা করে ।
আটককৃত ব্যক্তিদের নিকট হতে বিভিন্ন ব্যান্ডের অনুমোদনহীন হুইস্কি ও ভোদকা জাতীয় বিদেশী মদ ৭৬ বোতল ৭২ ক্যান বিদেশী ভোদকা ১৩১ ক্যান বিদেশী বিয়ার এবং মাদক বিক্রির নগদ ১,৬৮,০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয় ।
উক্ত ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে ।