শুক্রবার, ২৬ মে ২০২৩, ১২:২১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে,১২ ই রবিউল আওয়াল উপলক্ষে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম ওম্মার শান্তি কামনার মধ্য দিয়ে সকল ঈদের সেরা ঈদ, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ( সা:) উদযাপন উপলক্ষে জশনে জুলুছ শান্তি পূর্ণ ভাবে পালিত হয়েছে ।
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে ,সেই নুরেতে সারা জাহান আলোকিত হয়েছে । এ স্লোগানকে সামনে রেখে ,
নারায়েতাকবীর- আল্লাহুআকবার, নারায়ে রিসালাত- ইয়া রাসুলআল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত- জিন্দাবাদ জিন্দাবাদ , আহলান সাহলান- মারহাবা মারহাবা ,ইয়া রাসুলাল্লাহ (সা:), বজ্রকন্ঠে এ ধ্বনি চারদিক মুখরিত করে মিছিলের বজ্রধ্বনি প্রকম্পিত করে এলাকার আকাশ বাতাস, ছুটে চলেছে তরুন সম্মুখপান ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২০ ইং সকাল সাড়ে ৮ টায় হযরত শাহজালাল (রা:) একতা সুন্নী যুব সংগঠনের আয়োজনে, উপজেলার বুধন্তী ইউনিয়নের শতবর্ষী ,গায়েবী, ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রা:) মসজিদ প্রাঙ্গণ থেকে শান্তিপূর্ণ মিছিল বাড়ঘড়িয়া ,বিন্নীঘাট হয়ে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনষ্টিটিউট হয়ে ঢাকা – সিলেট মহাসড়ক ধরে সাতবর্গ বাসটার্মিনাল ঘুরে সাতবর্গ বাজারে আসে ।
উক্ত জশনে জুলুছে , কচুয়া দরবার শরীফের, দাতমন্ডল দরবার শরীফের,খান্দুরা দরবার শরীফের, বিশ্ব জাকের মঞ্জীল, সহ বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ সহ কয়েক হাজার ভক্তবৃন্দ ও মুসল্লীগণ অংশ গ্রহণ করেন। কতেক উক্ত অনুষ্টানে ঈদ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ( সা:) এর গুরুত্ব সম্পর্কে তাতপর্যপূর্ণ বক্তব্য রাখেন শেষে মিলাদ কিয়ামে মুখরিত হয়ে উঠে এলাকার আকাশ বাতাস পরে দাতমন্ডল দরবার শরীফের বর্তমান গদ্দীনিশিন পীর শরীফুল আজিজ, মুসলিম ওম্মার শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্যমে অনুষ্টানের কার্যক্রমের সমাপ্ত করেন ।