শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে সেনা কর্মকর্তা (অব:প্রাপ্ত) ও মুক্তিযোদ্ধা পরিবারের কলাবাগান কর্তন।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গরবিল ইউনিয়নের মিরাশানী গ্রামের ’’ বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) সেনা কর্মকর্তা মৃত-আবদুর রহিম ” এর ছেলে মে:- সালাউদ্দিন জিয়ার দেশীয় প্রজাতির ৪০ টি গাছ, শরফি কলাবাগান এলাকার চিন্থিত মাদকব্যবসায়ী দ্বারা কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
তাহারা হলেন- *শামীম খান (৩৫) *জনি খান (২৫) আসলাম (২৩) উভয় পিতা ইউনুছ মিয়া , * মুন্না চৌধুরী (২০) পিতা – স্বপন চৌধুরী, ও * মাসুদ মিয়া (২২) পিতা – ইউনুছ মিয়া ।
অভিযোগ সূত্রে জানা যায় , জিয়া বেশ কিছু দিন পূর্বে মিরাশানী বাজারের দক্ষিণ পাশের্ গ্রামের ভেতরে প্রবেশের সরু রাস্তার ধারে কলা বাগানের আবাদ করেন ,তার নিবিড় পরিচর্যায় গাছ বড় হতে থাকে ।

রাতের আধারে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা এই কলা বাগানের ভেতরে লুকিয়ে অবস্থান করে মাদক ব্যবসায়ীদের গতিবিধির উপর নজর রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে গড়ে তুলে । এতেই বাধে যতসব বিপত্তি । উক্ত মাদক ব্যবসায়ীরা এ পথ ধরেই তাদের ব্যবসা পরিচালনা করে থাকে .

বিজিবির অবস্থান বুঝার জন্য কলাবাগান উপরে ফেলার জন্য জিয়াকে বহুবার তাগাদা দিয়ে কোন লাভ না হওয়ায় , ক্ষিপ্ত হয়ে গত ১৭ অক্টোবর ২০২০ ইং তারিখ রাত প্রায় ৪ ঘটিকার সময় কলাবাগান কাটকে থাকে, এমতাবস্তায় বিজিবি আলীনগর ক্যাম্পের টহলরত সদস্যদের নজরে পরে ও তাদেরকে হাতেনাতে ধরতে গেলে ১ টি মোবাইল ফোন ও গাছ কাটার রামদা ফেলে অতি দ্রæত দৗরে পালিয়ে যায়, উক্ত মোবাইল ফোন ও রামদা বিজিবি সদস্যরা উদ্ধার করে নিয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানাযায়, মাদক ব্যবসায়ীরা এলাকার অত্যন্ত প্রভাবশালী, তাদের ব্যবসার সুবিধার্থে বর্ডার গার্ডের চোখ ফাঁকি দিতে এলাকার মাল্টা বাগান কর্তন, খেরের কুঞ্জিতে আগুন, সহ নানা অপকর্ম করে থাকে , তাদের ভয়ে কেহ প্রকাশ্যে মুখ খুলে না । কেহ তাদের ব্যবসার ব্যাঘাত ঘটালে তাহার বাসায়, চুরি, ডাকাতি, প্রয়োজনে গায়ে হাত তুলা , এমন কি সাজানো বিভিন্ন মামলা জড়িয়ে হয়রানি করে থাকে ।

এ ব্যপারে ’’ বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) সেনা কর্মকর্তা মৃত-আবদুর রহিম ” এর স্ত্রী সামচ্ছুন্নাহার বাদী হয়ে উপজেলা কৃষি উন্নয়ন কর্মকর্তার বরাবর লিখিত অভিয়োগ করেন,

এ বিষয়ে কৃষি উন্নয়ন কর্মকর্তা মো:-খিজির হোসেন প্রামানিক বলেন , কলাবাগান কাটার অভিযোগ পেয়েছি, ও সরেজমিনে তদন্ত করিয়ে এর প্রমাণ পাওয়া যায় । আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ অবহিত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন ।

এ ব্যপারে সিঙ্গারবিল ইউনিয়ন চেয়ারম্যানের সাথে মোটোফোনে যোগায়োগের বারবার চেষ্টা করে ও সম্ভব হয়নি ।

এ ব্যপারে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণকরা হবে , দোষী বক্তিদের আইনের আওতায় আনা হবে । এতে কোন প্রকার ব্যত্যয় ঘটবেনা ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়