শুক্রবার, ২৬ মে ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সদরের ফুলবাড়িয়া বাসস্টেন্ড এলাকা থেকে ২ টি বিদেশী রিভলবার ৩ রাউন্ড গুলি সহ ২ জন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব ১৪, সিপিসি ৩ . ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
তাহারা হলেন *মোঃ জুয়েল (৩২), পিতা-আব্দুল জলিল, সাং-উত্তর মোড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ও * সোহাগ (২৯), পিতা-এরশাদ, সাং-হালুয়াপাড়া, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ।
দেশকে অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে র্যাব। এরই থারাবাহিকতায় ভৈরব র্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়-ভিতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করছে।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
সোমবার ২ নভেম্বর ২০২০ ইং তারিখ সন্ধা প্রায় ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড এর পশ্চিম পার্শ্বে জনৈক হোসেন সরকার ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ।
আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে ২ টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ২,৫০.০০০/- টাকা।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।