বুধবার, ৩১ মে ২০২৩, ০১:৩১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে সাটিরপাড়া মায়ের হাসি স্পোর্টিং ক্লাবের উদ্দোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের ” সাটিরপাড়া মায়ের হাসি স্পোর্টিং ক্লাব ” এর উদ্যেগে ১৬ তম ১২ ওভারের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আজ শুক্রবার ৬ নভেম্বর ২০২০ ইং সাটির পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ৬ই অক্টোবর ২০২০ ইং থেকে ১৬ টি টিম অংশগ্রহন করে এবং দুটি টিম ফাইনালে উত্তির্ণ হয়ে আজ খেলা ফাইনাল খেলা অনিিষ্ঠত হয়। সাটিরপাড়া ” ডেঙ্গুরবাড়ীর মদিনা স্পোর্টিং ক্লাব ” ও ” আদমপুর খান সানরাইজ ক্রিকেট একাদশ ” এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয় । উক্ত খেলা ১২ উভারের, টচে জিতে সাটিরপাড়া স্পোর্টিং ক্লাব প্রথম বেট করতে নেমে ১৭৬ রান করে , জবাবে ’ আদমপুর খান সানরাইজ ক্রিকেট একাদশ’ ১৪২ রান করে , ৩৪রানে হেরেগিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। উক্ত খেলায় মেনঅফ দ্যা মেচ ও মেনঅফ দি সিরিজ নির্বাচিত হয়েছেন সাটিরপাড়া মদিনা স্পোর্টিক্লাবের তোফাজ্জল হক ।

উক্ত খেলায় প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি একটি এলইডি টিভি,দ্বিতীয় পুরস্কার একটি ৩২ ইঞ্চি একটি ট্রপি। এবং সেরা প্লেয়াারদের জন্য এবং বিগত দিনের খেলোয়াদের জন্য এবং আমন্ত্রীত অতিথির জন্য খেলা পরিচালনাকারীর জন্য বলান্টিয়ারদের জন্য্ ও ভদ্র টিমের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

উক্ত টুর্নামেন্টে মোঃ রেজুয়ান আহমেদ মেম্বারের সঞ্চালনায় জনাব মোঃ রাসেল আহমেদের সভাপতিত্বে সভারত্নের আসন গ্রহণ করেন সাটিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজউল ইসলাম (মাষ্টার) উক্ত টুর্নামেন্টটি শুভ উদ্ভোদন করেন চম্পক নগর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ হামিদুল হক ,ভার্চুয়াল প্রধান অতিতী হিসাবে প্রবাস থেকে অনলাইনে যুক্ত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির । প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ওয়লটন ডিস্টিবিউট ও তিশা ইলেক্ট্রনিক এর পরিচালক চম্পকনগর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মোঃ বিল্লাল খন্দকার । প্রধান মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন চম্পকনগর পুলিশ ফাড়ীর এসআই মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি জহিরুল ইসলাম মঞ্জু সাহেব চান্দুরা।আরো বিশেষ অতিথি ছিলেন বলু সরকার সাটিরপাড়া, রুবেল সরকার ডিথপুর, কামরুল ইসলাম সোহাগ পাহাড়পুর ।

আমন্ত্রিত মেহমান মোঃ আবুল ফজল সরদার, জনাব মোঃ মমিন মেম্বার সাটিরপাড়া। সহিদুল্লাহ মেম্বার সাটিরপাড়া, তোফাজ্জল হোসেন তোতা মেম্বার তুলাতলা , উবায়দুল হক মেম্বার পেটুয়াজুরি, জনাব মোঃ মোক্তার হোসেন মেম্বার, সাটিরপাড়া, রেজুয়ান আহমেদ মেম্বার সাটিরপাড়া,

খেলাটি পূর্ণ পরিচালনার দায়িত্বে ছিলেন নুরুল্লাহ মো: সাগর , রায়হানুর ইসলাম, শ্হ আলম ,উমর ফারুক , হেলাল,মজনু. আক্তার ,লোকমান. প্রমুখ।

উক্ত খেলায় আম্পায়ারের দয়িত্ব পালন করেন রঞ্জিত পাল এবং শফিকুল ইসলাম। তৃতীয় আম্পিয়ার ছিল মহিউদ্দিন রুবেল।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়