শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

ভৈরবে ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা ।


কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমতিবিহীন নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন, এবডোমিনাল বেল্ট ও ডেন্টাল ক্যাপ তৈরী ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে ২বছরের জেল ও ২লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট জনাব লুবনা ফারজানা’
গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকায় কতিপয় অসাধু ব্যাবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে অনুমতিবিহীন নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন, এবডোমিনাল বেল্ট ও ডেন্টাল ক্যাপ তৈরী করে বিক্রি করছে উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৪ , সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা উপজেলা নির্বাহী ম্যজিট্রেট ও ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃতে অভিযান পরিচালনা করেন ।
৪ নভেম্বর ২০২০ ইং তারিখ বিকাল ৪ ঘটিকা উপজেলার চন্ডিবের মধ্যপাড়ায় অবস্থিত হৃদয় সার্জিক্যাল এন্ড ডেন্টাল মেটারিয়ালে অভিযান পরিচালনা করে * মোঃ শাজাহান (৫৮), পিতা-মৃত আব্দুল খালেক,* মহিদুল হক জীবন (২৪), পিতা-মোঃ শাজাহান, উভয় সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে আটক করে ।
অস্বাস্থ্যকর পরিবেশে অনুমতিবিহীন নিম্নমানের – মেডিপ্যাড নামের স্যানিটারি ন্যাপকিন, হাজী সুপার এবডোমিনাল বেল্ট ও ডেন্টাল ক্যাপ তৈরী করে বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত * মোঃ শাজাহানকে ২ লাখ টাকা জরিমানা ও ০৬ মাসের কারাদন্ড প্রদান করে এবং তার ছেলে মাহিদুল হক জীবনকে ১ বছর ৬ মাসের কারাদন্ড প্রদান করে। এছাড়াও নিম্নমানের মেডিপ্যাড রেখে বিক্রয়ের অপরাধে সততা ফার্মেসীর মালিক * মোঃ আব্দুল মোতালেব (৫০), পিতা-সৈয়দ হোসেন, সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ১২ হাজার টাকা, বর্ণা ফার্মেসীর মালিক রুবেল মিয়া (২৬), পিতা-মোঃ আনার মিয়া, সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ১০ হাজার টাকা এবং নিরাময় ফার্মেসীর মালিক নজরুল ইসলাম (৪২), পিতা-আঃ রাজ্জাক, সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ০৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে- স্যানিটারী ন্যাপকিন-৫০০ প্যাকেট, এবডমিনাল বেল্ট-২০০ প্যাকেট, ও ডেন্টাল ক্যাপ-৫০ টি উদ্ধর পূর্বক জব্দ করে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট জনাব লুবনা ফারজানা বলেন, নিম্নমানের মেডিপ্যাড ব্যবহারে নারীদের নানা রকম সাস্থ্য ঝুকিসহ জরায়ু ক্যান্সার হতে পারে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয় ।

 

 

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়