বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

আশুগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক ।


ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা হতে অবৈধ ভাবে দেশে প্রবেশ ও বসবাসের দায়ে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব ১৪ , সিসি ৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা ।

তাহারা হলেন – * বিশাল শ্কংর দেশমুখা (৩৮) পিতা – শংকর কাশিনাথ দেশমুখা ,গ্রাম-সুলতানগডি, পিএস-খানাপুর, জেলা- শাংলি , মহারাষ্ট্র * ভসন্ত শাম্বাজি মহিত (২৫),পিতা-শাম্বাজি ভিমরু মোহিত, গ্রাম – কুরলি , পিএস – খানাপুর, জেলা- শাংলি , মহারাষ্ট্র, * জাবেদ আহমেদ মুলানি (২৬),পিতা – আহমদ বাবালাল মুলানি , গ্রাম – বড়গাঁও, পিএস – ভালাবা , জেলা- শাংলি , মহারাষ্ট্র, ভারত ।

রবিবার ৮ নভেম্বর ২০২০ ইং তারিখ অনুমান ১০.৩০ ঘটিকায় জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর সামনে ০৩ জন লোককে সন্দেহ জনক ঘুরা ফেরা করতে দেখে ভৈরব ক্যাম্পের টহল টিম, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেলে, কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায়, ভারতীয় নাগরিককে আটক করে পরিচয় জিজ্ঞাসা করিলে ভারতীয় নাগরিক বলে জানায় কিন্তু তারা ভারতীয় নাগরিকের কোন পরিচয় পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেনি।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ১ নং আসামী বিশাল শ্কংর দেশমুখা জানায় যে, সে ২০০৪ সালে বাংলাদেশে এসেছে । বর্তমানে সে হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার বনিক পট্টিতে শ্রী গণেশ গোল্ড এন্ড সিলভার রিফাইনারী কারখানা ভাড়া নিয়ে সোনা ও রুপার ব্যবসা করে আসছে। সে সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শহরের ষ্টেশন রোডে আরেকটি দোকান ভাড়া নিয়েছে বলে জানায়। ২ ও ৩ নং আসামী গত ০২ মাস পূর্বে কুমিল্লা জেলা সীমান্ত দিয়ে চোরাই পথে প্রবেশ করেছে।

ধৃত আসামীদের তল্লাশী করে (ক) ০১ টি এলএডি টিভি মনিটর ও ০১ সেট টিভি ষ্ট্যান্ড, (খ) ০৩ টি মোবাইল ফোন, (গ) ০১ টি বালতিসহ সোনা ও রুপা সংগ্রহের লোহার রিং-১৩৪ টি, (ঘ) ভিজিটিং কার্ড-০৬ টি, (ঙ) নগদ টাকা-৩৮,০০০/- টাকা উদ্ধার করে জব্দ করেন।

তাই তাদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অফ এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৩(১) ধারার বিধান লংঘন করিয়া একই আইনের ৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায়,

আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়