শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার গোলচত্তরের উত্তর পার্শে ঢাকা – সিলেট মহা সড়কের উপর অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ , ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
আটককৃতরা হলেন * মোঃ সাইফুল ইসলাম (২১), পিতা-ইউসুফ মিয়া, সাং-বাতিরফুল (কামরাপুল), থানা ও জেলা-হবিগঞ্জ, * মোঃ সাগর মিয়া (২৪), পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং-পঞ্চবটি পুকুরপাড়, থানাÑ ভৈরব, জেলা- কিশোরগঞ্জ ।
বাংলাদেশকে মাদক মুক্ত করতে প্রতিষ্ঠালগ্ন থেকে দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর ২০২০ ইং তারিখ ১০.৩০ ঘটিকায় উপজেলার গোলচত্বর এলাকায় উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ।
তাদের হেফাজতে থাকা ১ টি প্লাস্টিকের বস্তা ও ১ টি প্লাস্টিকের ব্যাগসহ আটক করা হয়।
বস্তা ও ব্যাগ ২ টি তল্লাশী করে ১৭১ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৩,৭২,০০০/- টাকা।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।