শনিবার, ২৭ মে ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গোল চত্তর দূর্জয় মোর এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে , মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ সহ আটক করেছে র্যাব ১৪ , সিপিসি ৩ ,ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
আটককৃতরা – হলেন * শাহীন মিয়া (২৫) পিতা – বিল্লাল মিয়া ,সাং – কালিপুর, * আনিছুর রহমান , (২৩), পিতা – মাজিবুর রহমান,সাং জগন্নাথপুর মধ্যপারা , উভয় থানা – ভৈরব ,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মাদক বিরোধী অভিযানে এলিট ফোর্স (র্যাব) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি
বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২০ ইং তারিখ রাত প্রায় ১১ ঘটিকা মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ।
নীল- হলুদ রংয়ের ঢাকা মেট্টো-ন-১৭-১৪০৩ পিকআপটি আটকিয়ে তল্লাশী করে পিকআপের কেভিনের ছিটের পিছনের ০২টি বান্ডিলে ১৮ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি পিকআপ, মাদক দ্রব্য বিক্রয়ের নগদ-২০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১০,৪০,০০০/- টাকা।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।