শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের আবু কালাম এর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় নাজমুল ইসলাম (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১১ নভেম্বর ২০২০ ইং স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাত ১১ টায় উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এস আই মোঃ কবির হোসেন ঘটনাস্থলে এসে নিহতের মামার বাড়ির বসত ঘরের দরজা ভেঙেখুলে গলায় ফাঁসির দরিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও বামুটিয়া গ্রামের বর্তমান মেম্বার ফজলু মিয়া বলেন – নিহত নাজমুল ইসলাম পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মিলন মিয়ার ছেলে। নাজমুলের গর্ভাবস্থায় তার বাবা এবং মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়, এরপর থেকেই নাজমুলের মা তার মামা আবু কালামের বাড়িতে অবস্থান নেয়। এরপর সংসারের অভাব গুছাতে তার মা বিদেশে পাড়ি জমান। নিহত নাজমুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র । মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ১২ নভেম্বর ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।