সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:৪৫ পূর্বাহ্ন
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ্যে যুবলীগ গঠন করেন জাতির পিতার ভাগ্নে ” শেখ ফজলুল হক মনি ” ।
গত ২৩ নভেম্বর ২০১৯ ইং ৩ বছর মেয়াদে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হোসেন খান নিখিল ।
শনিবার ১৪ নভেম্বর ২০২০ইং এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, সভাপতি ও সাধারণ সম্পাদক ।
পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক পদে ভূষিত হয়েছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
★ ব্যারিস্টার সুমন ★ নামে তিনি সমাজ ও দেশের কাছে পরিচিত এবং তিনি বিভিন্ন সামাজিক নানা সমস্যা নিয়ে ফেসবুক লাইভ করে দেশের আপামর জনগণ তথা আবালবৃদ্ধবনিতা যাকে এক নামে চেনে ।