শুক্রবার, ২৬ মে ২০২৩, ১০:১৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়,
মহামারির করোনা ভাইরাসের ২য় আক্রমণে, প্রতিরোধ প্রস্তুতি, মাস্ক পড়াতে, আজ থেকে পরিচালিত হবে মোবাইল কোর্ট।
আজ মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২০ ইং থেকে মাস্ক পড়াতে, পরিচালিত হবে মোবাইল কোর্ট।
আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে ইতিমধ্যে স্বল্প পরিসরে এর ২য় আক্রমণের প্রবণতা দেখা দিয়েছে । চিকিৎসা বিজ্ঞানীদের মতে তা দিন দিন বৃদ্ধি পাবে।
বাংলাদেশ করোনা ভাইরাসের প্রথম ধাপ কম সংখ্যক প্রাণহানির মধ্য দিয়ে পার করলে ও চলতি শীত কালীন সময়ে ২য় ধ , প্রতিরোধ প্রস্তুতি হিসেবে, স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি থাকা দরকার। স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা তৈরি একান্ত প্রয়োজন ।
কোভিড 19 প্রতিরোধে, এখনও কার্যকর ভ্যাকসিন-বাংলাদেশে নেই , সংক্রমণের কমতি নেই , এতে হচ্ছে মানুষের মৃত্যু ,
জনগণের তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই,
জনসচেতনতা ব্যতীত এ সংক্রামক মহামারি প্রতিরোধ সম্ভব নয়।
জনসচেতনতা সৃষ্টির লক্ষে, সরকার সকল প্রচার মাধ্যমে এ মহামারী করোনা ভাইরাস সম্পর্কে প্রচার করে থাকলেও মানুষের মধ্যে সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না, উদাসীনতার পরিচয় দিচ্ছে ।
তাই সরকার, জন স্বার্থে, জনগণের জীবন রক্ষার্থে কঠোর অবস্থানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কেএম ইয়াসির আরাফাত জনগণকে ( হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা ও মাক্স পরা ) সচেতন হওয়ার জন্য বিনীত আহবান জানান।