বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:২০ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে বাচ্ছাকে গালাগাল দেওয়ায় সংঘর্ষ , আহত ৯ ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের. চরইসলামপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে ।

সোমবার ১৬ নভেম্বর ২০২০ ইং সকালে ৯ টায় উপজেলার চরইসলামপুর গ্রামের জামাল চৌধুরী ও তোরাব আলী মধ্যে তুচ্ছ ঘটনায় এ ঘটনা ঘটে আহতরা হলেন, নোয়াজ আলী (৪৫), ইউছুফ আলী (২৮), আশিক মিয়া(৪০), আক্কল আলী (১৫), তোরাব আলী (৪০), গোলাম আলী (৩৫), উম্মর আলী ( ৪০ ) ,(২৫) তানিয়া(২৫) , বাবুল (১৮), এতে উভয় পক্ষের মোট ৯ জন আহত হয় , সামান্য ব্যথা পেয়েছে আরো অনেকে।

আহতরা , জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

বিশ্বস্ত সূত্রে জানাযায় – বিলের মাছ ধরাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মনের অমিল ছিল , এতেই বিরোধের দানা বাধেঁ, জামাল চৌ; বোন বিয়ে দেয় পার্শবর্তী তোরাব আলী , নোয়াজ আলীর বাড়ীতে , ১৫ নভেম্বর রবিবার জামালের ছেলে শিশূ ঘটনার আগের দিন সকালে ফুফুর বাড়িতে খেলতে যায়, তোরাব আলীর স্ত্রী তাকে দেখে গালাগাল দেয় , এতে জামালের বোন প্রতিবাদ করে তর্কবাদে এখবর জামালের কানে যায়, পরদিন জামাল তোরাব আলীর কাছে তীব্র প্রতিবাদ জানায়, এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি । এরপর শুরু হয় ইট পাট্কেল নিক্ষেপ, এতে আহত হয় উভয় পক্ষের লোকজন ।

স্থানীয় চেয়ারম্যান মো; দানা মিয়া জানান, তুচ্ছ ঘটনায় মহিলাদের কথা কাটাকাটি জেরে ইট পাট্কেল নিক্ষেপে আহত হয় উভয় পক্ষের লোকজন , ১৭ নভেম্বর বিকেলে গ্রাম্য সালিশের মাধ্যমে মিমাংসা হওয়ার কথা রয়েছে ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো; আতিকুর রহমান জানান, সকালে বেলা শিশুরা খেলা করছিল। খেলায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় সেখানে উপস্থিত উত্তরের তোরাব আলীর স্ত্রী আরজিনা খাতুন দক্ষিণের চৌধুরী বাড়ির জামাল চৌ: কে নাম ধরে গালি দেয়। জামাল মিয়া উপস্থিত না থাকলেও তার বাড়ির কয়েকজন নারী সেখানে ছিল। জামাল মিয়াকে ওই নারীরা বাড়িতে গিয়ে আরজিনার গালি দেওয়ার কথাটি জানায়। এরই জেরে উভয় বাড়ির জামাল চৌ: ও তোরাব আলীর লোকজন দাঙ্গায় নামে । এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে এক নারীসহ অন্তত ৯জন আহত হয়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় তোরাব আলীর পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়, কিন্তু প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়