শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন
” মাস্ক পরিধান করুন ” সেবা নিন।
এ স্লোগানকে সামনে রেখে –
করোনা ভাইরাসের সংক্রমণের ২য় ধাপ প্রতিরোধের লক্ষে সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ।
অদ্য মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২০ ইং দুপুর ১২.০০ টা হতে আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে, সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান ।
মাস্ক পরিধান না করে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ভংগ করায় ১৫ জনকে ১৫টি মামলায় ৪৮০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান, হতদরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
পরে উপজেলা পরিষদ ভবনে কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সচেতনতামূলক বিজ্ঞাপন ও মাস্ক পরিধান করা ও মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করেন।
এবং উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন – ” মাস্ক পরিধান করুন ” নিজে নিরাপদ থাকুন
সবাইকে নিরাপদ রাখতে সহায়তা করুন এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।