বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:২৮ পূর্বাহ্ন
“” মাস্ক পরিধান করুন “”
সেবা নিন।
No Mask No service
কোভিড 19 প্রতিরোধে সরকারের এই শ্লোগান বাস্তবায়নের লক্ষে,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়
করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ধাপ প্রতিরোধের লক্ষে সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে, উপজেলা নির্বাহি অফিসার জনাব এম ইয়াসির আরাফাত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
অদ্য বুধবার ১৮ নভেম্বর ২০২০ ইং দুপুর ১১.০০ টা হতে অাইনশৃঙ্খলা রক্ষার্থে, উপজেলার বিভিন্ন স্হানে সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) অাইন ২০১৮ ভংগ করায় ৭ জনকে ৭টি মামলায় ৪৩০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন উপজেলা নির্বাহি অফিসার , ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে.এম.ইয়াসির অারাফাত ।
এসময় তিনি হতদরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে.এম.ইয়াসির অারাফাত , উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন৷ “”মাস্ক পরিধান করুন “”
নিজে নিরাপদ থাকুন সবাইকে নিরাপদ রাখতে সহায়তা করুন ও ।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।