শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্টান উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রশাসনের উদ্দোগে আয়েজন করা হয় ।
আজ শুক্রবার ২০ নভেম্বর ২০২০ ইং সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এর শুভ উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার,বিজয়নগর জনাব কে. এম. ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৩( সদর ও বিজয়রগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাবিত্রী রাণী কর্মকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিজ্ঞানমেলায় উপজেলার ৩টি কলেজ, ১ টি পলিটেকনিক ইনস্টিটিউট, ও ৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ টি ক্ষুদে বিজ্ঞানী দল অংশগ্রণ করে।
পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।