শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন
মোঃজাকির হোসেন মাধবপুর ,হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর বাজার থেকে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস এর নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা ও এ এস আই রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধর্মঘর বাজারের এস আলম মার্কেটের পিছনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক কৃতরা হল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিন এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫) ও উপজেলার
জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের মোঃআছকির মিয়ার ছেলে মোঃ নুর ইসলাম (২৭)।
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ২ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রচলিত ধারায় মামলা রুজু করা হয়েছে।