শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, ও আড়াইবাড়ি দরবার শরীফ এর পীর গোলাম সারোয়ার সাঈদীর দাফন সম্পন্ন।
শনিবার ২১ নভেম্বর ২০২০ ইং আছর নামাজের পর আড়াইবাড়ি দরবার শরীফের মাঠে, মরহুমের বড় ছেলে সায়মন সাঈদী জানাজা নামাজের পরিচালনা ও নিজে জানাজার নামাজের ইমামতি করেন।
দেশ বরেণ্য আলেমে দ্বীনের জানাজা নামাজে হাজারো, ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত ও আশেকান অংশগ্রহণ করেন।
অধ্যক্ষ গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, তিনি ইসলামের খেদমতের বহু ওয়াজ নসিহত করেছেন, তিনি আড়াইবাড়ির মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানীর পীরজাদা, ও দেশবরেণ্য ওয়াজি ড. মিজানুর রহমান আজহারীর নানা।
উল্লেখ্য – অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী।অদ্য ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪।
এ আলেমে দ্বীনের মৃত্যুতে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব শোক ও দুঃখ প্রকাশ করেন।
শেষে হাজারো ভক্তের অশ্রুসিক্ত নয়নে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।