শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় মন্দির থেকে চুরি হওয়া ৮টি মূর্তি উদ্ধার , এর সাথে সম্পৃক্ত ৫ জনকে আটক করেছে পুলিশ ।
আটককৃতরা হলেন – ১। মোঃ নাসির (২২), পিতা-মৃত আঃ হান্নান, সাং-ভোলাচং পশ্চিমপাড়া, ২। মোঃ জসিম উদ্দীন (৩৫), পিতা-মৃত নুরু মিয়া, সাং-নারায়নপুর, ৩। রইছ মিয়া (৩৫), পিতা-মৃত হাজী আঃ মালেক, সাং-ভোলাচং, ৪। মোঃ কাজল (২২), পিতা-মৃত আঃ মান্নান, সাং-ভোলাচং, চৌধুরী বাড়ী, ৫। মোঃ রিদয় মিয়া (১৫), পিতা-জামিল মিয়া, সাং-ভোলাচং, চৌধুরী বাড়ী, সর্ব থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ।
শুক্রবার ২০ নভেম্বর ২০২০ ইং তারিখ রাতভর অভিযান পরিচালনা করিয়া মন্দিরে চোরাইকৃত মালামাল উদ্ধার হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল এর সার্বিক তত্ববধানে অফিসার ইনচার্জ, নবীনগর থানা এর নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ।
রাত ৩.০০ ঘটিকায় ধৃত আসামী কাজলের দেখানো মতে তার নিজ বাড়ির রান্নাঘর হতে চুরি হওয়া সকল মুর্তি ও মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য – গত ১৯ নভেম্বর ২০২০ ইং রাতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা জেলার নবীনগর থানাধীন ভোলাচং সাহাপাড়া গ্রামের ঠাকুর বাড়ির মানিক চক্রবর্তী (৫৯), পিতা-মৃত নিতিশ চন্দ্র এর শ্রী শ্রী গনেশ মন্দির ঘরের দরজা ও গেইটের তালা কেটে ভিতর প্রবেশ করে পিতলের রাধাকৃষ্ণ ১টি, পিতলের লক্ষী নারায়ণ ১ টি, পিতলের গোপাল ১টি, পিতলের সিংহাসন ২টি, কাঠের গণেশের বিগ্রহ ১ রুপার চুড়া ১ টি, রুপার চেইন ১ টি, স্বর্নের চাঁদ ২ টি, পাথরের শিবলিঙ্গ ১ টি, পাথরের নারায়ণ ৩টি, তামার থাল ১ টি, তামার ঘন্টা ১ টি, পিতল কাশা ১ টি, বেইল ১ টি, লোহার খরক ১ টি, পিতলের ধুপতি ১ টি ও পিতলের প্রদীপ দানি ১টি চুরি করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে মানিক চক্রর্বর্ত্তী (৫৮) পিতা-মৃত নীতিশ চক্রবর্ত্তী,সাং-ভোলাচং সাহা পাড়া (ঠাকুর বাড়ী), থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে এজাহার দায়ের করলে নবীনগর থানার মামলা নং-১৩, তারিখ-১৯/১১/২০২০খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।