বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তারাগন গ্রামে সৈয়দ শাহ্ শেরআলী জাঁহারৌশন (রহঃ) সুন্নিয়া মাদ্রাসার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে ১০টায় আখাউড়া তারাগন ঐতিহাসিক ফুটবল খেলার মাঠ সংলগ্ন সৈয়দ শাহ্ শেরআলী জাঁহারৌশন (রহঃ) সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা তারাগন দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ তাজুল ইসলাম জয়ফুল শাহ্ মাদ্রাসার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ্ তচ্ছনের সঞ্চালনায় ও তারাগন দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ তাজুল ইসলাম জয়ফুল শাহ্ সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আমিনুল ইসলাম সাজী,আখাউড়া থানার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ কবির, আখাউড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জমসেদ শাহ্ ওয়ার্ড কমিশনার মো:মানিক মিয়া,সাবেক ওয়ার্ড কমিশনার মো:বাহার মিয়া,তারাগন দরবার শরীফের শাহ্ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ জগলুল আজিজ, সাধারণ সম্পাদক সৈয়দ তাজবিউল ইসলাম শাহী, আখাউড়া ইমাম পরিষদের সভাপতি কাজী মুফতি কেফাউতুলা মাহমুদী, মাওঃ আব্দুর রহিম,হযরত মাওঃ সামসুজ্জামান সাহেব,হযরত মাওঃ আহাম্মদ আলী আল সাবেরী সহ আরো অনেকে।
পরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।