বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে প্রধানমন্ত্রীর উপহার গৃহনির্মাণ, কাজের অগ্রগতি পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহহীনদের ঘর প্রদান প্রকল্পের অাওতাধীন গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফর রহমান

রবিবার ২২ নভেম্বর ২০২০ ইং বেলা ১২ ঘটিকায় পরিদর্শনে আসেন।

এবং স্হানীয় জনসাধারণের সাথে কৌশল বিনিময় ও খোঁজ -খবর নেওয়া উপজেলা চেয়ারম্যান।

এ সময় উপস্হিত ছিলেন স্হানীয় ইউপি সদস্য ফয়েজ আহম্মদ খাঁন, উপকারভোগী ও এলাকার অন্যান্য জনগণ।

উল্লেখ্য৷ — মুজিব বর্ষ উপলক্ষে ” দেশের কোন মানুষ গৃহহীন থাকবেনা “এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার মোট ১০ টি ইউনিয়নে ১০০ পরিবার জন্য ১০০ টি ঘর নির্মাণ করা হবে এ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১০ ইউনিয়নে ২০ টি ঘর নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।

গত ১৬ নভেম্বর ২০২০ ইং বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কে এম ইয়াসির আরাফাত এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন।

প্রতিটি ঘর * পাকা *দেওয়াল ও * মেজ * ২ কক্ষ বিশিষ্ট এবং সাথে থাকছে একটি কিচেন রুম এবং ১ টি টয়লেট সাথে থাকছে ১ টি বারান্দা, উপরের দিকে থাকছে টিনের চালা, ২৪ ফুট লম্বা এবং ১৬ ফুট প্রশস্তে এ ঘর নির্মাণ কাজ হবে।

এবং ১২ ডিসেম্বরের ২০২০ মধ্যে প্রথম ধাপের ঘর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়